সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতার মানববন্ধন ও সংবাদ সম্মেলন।
বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম সানিসহ এলাকার ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইব্রাহীম সানি বলেন, ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ বদিউজ্জামান বদি বাহিনীর প্রধান বদিউজ্জামান বদির নেতৃত্বে বদির শালা শাহা আলী ও শাহেন শাহসহ বদির বড় ছেলে বিপ্লব, জাহাঙ্গীর, গোলাপ, রানা, মিজান, সুমন, মতিনসহ ৪০/৫০জনের একটি ক্যাডার বাহিনী গত ১৭/১১/২০২০ইং তারিখ সকালে আমাকে বাসা থেকে তুলে নিয়ে এবং পারভেজ পাটোয়ারী ও স্থানীয় এক তুলা মার্কেটের ঝুটের গোডাউন থেকে ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরুকে অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে সহ আমাকে নিয়ে গিয়ে লাঠিশোটা এস,এস,পাইপ ও দেশীয় অস্ত্র দ্বারা বেধরক মারধর করে গুরুতর আহত করে বাচ্চু মিয়ার ঘরে আটক করে রেখে এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে ভীতকর পরিস্থিতি সৃষ্টি করে।
এসময় ইব্রাহিম সানির বোন সোনিয়া আক্তার টুম্পা বাধা দিলে সন্ত্রাসী শাহা আলী ও শাহেন শাহ্ টুম্পার শ্লীলতাহানি করে তাকে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে পুলিশ সহায়তা ৯৯৯ এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এঘটনার প্রেক্ষিতে গত ১৯/১১/২০২০ইং তারিখ পৃথক দুটি মামলা দায়ের করার ৬দিন অতিবাহিত হলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। উক্ত মামলায় আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে আসামীদের খোঁজে পাওয়া যাচ্ছে না। বদি বাহিনীর লোকজন সানিসহ ভুক্তভোগীদেরকে নানান প্রকার হুমকি ধামকি প্রদান করে আসছে এমতাবস্থায় বদি বাহিনীর ভয়ে আতঙ্কিত এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোন সময় বদি বাহিনীর সন্ত্রাসী দ্বারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বদিউজ্জামান বদি স্থানীয় মিলগেইট চুরি ফ্যাক্টরী জনৈক আনোয়ার হোসেনের নামে বরাদ্দকৃত শিল্প প্লটে দারোয়ান হিসেবে চাকুরীর সুবাদে ওই জায়গাটি তার দখলে নিয়ে ঝুটের গোডাউনসহ নানাবিদ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্লটের মালিককে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি ধামকি প্রদান করে জায়গার কাছে আসতে দেয় না।
বদির বাহিনির প্রধান শক্তি বদির স্ত্রীর দুই ভাই শাহা আলী ও শাহেন শাহসহ বদির বড় ছেলে বিপ্লব, জাহাঙ্গীর, গোলাপ, রানা, মিজান, সুমন, মতিনসহ ৪০/৫০জনের একটি ক্যাডার বাহিনী রয়েছে। শাহেন শাহ ও শাহা আলীর বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। নিশাত মহল্লা কবরস্থানের সামনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের মসজিদের নির্ধারিত জায়গায় দখল করে বদি বাহিনী দোকান ও বাসা বাড়ি নির্মাণ করছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পারভেজ পাটোয়ারী, ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরু, সানির বোন সোনিয়া আক্তার টুম্পা , শিলা আক্তার, সানির মা রেখা বেগম, রহিমা বেগমসহ ভুক্তভোগী এলাকাবাসী।